আহা কি আনন্দ আকাশে বাতাসে
শাঁখে শাঁখে পাখি ডাকে
কত শোভা চারি পাশে
আজকে মোদের বড়ই সুখের দিন
আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন
আহা হয়েছি স্বাধীন
আজ আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাব দূরে
গড়বো ভুবন গানের সুরে
পুরানো দিনের কথা আসে
মনে পুরানো দিনের কথা আসে
মনে আসে......ফিরে আসে
শাঁখে শাঁখে পাখি ডাকে
কত শোভা চারি পাশে
আজকে মোদের বড়ই সুখের দিন
আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন
আহা হয়েছি স্বাধীন
আজ আবার মোরা ভবঘুরে
মুলুক ছেড়ে যাব দূরে
গড়বো ভুবন গানের সুরে
পুরানো দিনের কথা আসে
মনে পুরানো দিনের কথা আসে
মনে আসে......ফিরে আসে
0 Comments