বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে
দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে
পড়ে গেছি ইশক-এ তে আছি বড় রিস্কেতে
খালিপিলি মিস করে যাই একটু যদি মিশত সে
রাগারাগি কম করে মনটা নরম করে
এসএমএস এ হলেও যদি বলতো আমায় সে
আসনা কেন বাসনা ভালো লাগেনা যে আমার
ও ক্ষতি কি বল করেছি ফলো তোমাকে দু একবার
বল ঝাঁপ দেবে কি? গভীর জলে
এখুনি দাও জয় মা বলে
না না বাবু দরকার নেই থাক
এ যে চেস্টা তোমার বড্ড বেশী
ভীষণ কাঁচা মনটা দেশী
গরুর মুখেই শুনছি ঘোড়ার ডাক
জমে গেছি ইশক-এ তে ভালো এই রিস্কে তে
রোজরোজ মিস করে যাই একটু যদি মিশত সে
ভুল করে তাকালে চেনা চোখ বাঁকালে
দূরে দূরে থেকেও আমি থাকছি কাছে খুব
আসনা কেন বাসনা ভালো লাগেনা যে আমার
ক্ষতি কি বল করেছি ফলো তোমাকে দু একবার
জানি মনটা তোমার মানছে না গো
মেজাজ কিরম মাসল দেখো
মুখেই খালি ছোট কথার রেল
কত মাইনে তোমার? সবটা দেবো
হাত খরচা? অল্প নেবো
বুদ্ধি তোমার করেছে ব্রেক ফেল
পড়ে গেছি ইশক-এ তে আছি বড় রিস্কেতে
খালিপিলি মিস করে যাই একটু যদি মিশত সে
রাগারাগি কম করে মনটা নরম করে
এসএমএস এ হলেও যদি বলতো আমায় সে
আসনা কেন বাসনা ভালো লাগেনা যে আমার
ক্ষতি কি বল করেছি ফলো তোমাকে দু একবার
দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে
পড়ে গেছি ইশক-এ তে আছি বড় রিস্কেতে
খালিপিলি মিস করে যাই একটু যদি মিশত সে
রাগারাগি কম করে মনটা নরম করে
এসএমএস এ হলেও যদি বলতো আমায় সে
আসনা কেন বাসনা ভালো লাগেনা যে আমার
ও ক্ষতি কি বল করেছি ফলো তোমাকে দু একবার
বল ঝাঁপ দেবে কি? গভীর জলে
এখুনি দাও জয় মা বলে
না না বাবু দরকার নেই থাক
এ যে চেস্টা তোমার বড্ড বেশী
ভীষণ কাঁচা মনটা দেশী
গরুর মুখেই শুনছি ঘোড়ার ডাক
জমে গেছি ইশক-এ তে ভালো এই রিস্কে তে
রোজরোজ মিস করে যাই একটু যদি মিশত সে
ভুল করে তাকালে চেনা চোখ বাঁকালে
দূরে দূরে থেকেও আমি থাকছি কাছে খুব
আসনা কেন বাসনা ভালো লাগেনা যে আমার
ক্ষতি কি বল করেছি ফলো তোমাকে দু একবার
জানি মনটা তোমার মানছে না গো
মেজাজ কিরম মাসল দেখো
মুখেই খালি ছোট কথার রেল
কত মাইনে তোমার? সবটা দেবো
হাত খরচা? অল্প নেবো
বুদ্ধি তোমার করেছে ব্রেক ফেল
পড়ে গেছি ইশক-এ তে আছি বড় রিস্কেতে
খালিপিলি মিস করে যাই একটু যদি মিশত সে
রাগারাগি কম করে মনটা নরম করে
এসএমএস এ হলেও যদি বলতো আমায় সে
আসনা কেন বাসনা ভালো লাগেনা যে আমার
ক্ষতি কি বল করেছি ফলো তোমাকে দু একবার
0 Comments