ওরে মন কথা শোন
যাবি চল বৃন্দাবন
নাগরের নাগর দোলায়
দুলবি নাকি বল।
ওরে বাঁচাও আমায়।
সুন্দরী চোর মনের ফাঁদে ঢুকেছে
পুলিশ চোরের প্রেমে পড়েছে
ও দারোগা পুলিশ চোরের
প্রেমে পড়েছে।
ওরে মন কথা শোন,
যাবি চল বৃন্দাবন,
নাগরের নাগর দোলায়;
দুলবি নাকি বল।
বলি ও দারোগা।
পেয়েছি মুখ
তোমার পুলিশ ফেঁসেছে
পরাণ আমার ভালোবেসেছে
ও দারোগা
পরাণ আমার ভালোবেসেছে।
আগুন প্রেমেরি আগুন
দু'চোখে ফাগুন দিনে-রাতে
হাওয়ায় ভেসেছি হাওয়ায়
স্বপনের মায়ায় তোমার সাথে
হা হা আগুন প্রেমেরি আগুন
দু'চোখে ফাগুন দিনে-রাতে
হাওয়ায় ভেসেছি হাওয়ায়
স্বপনের মায়ায় তোমার সাথে।
বলি ও আমায় গড।
জিউ মা তোর চোর
পুলিশের পীরিতে
বসাও এবার বিয়ের পীরিতে
ও গুরুজী
বসাও এবার বিয়ের পীরিতে।
কাজল চোখেরই কাজল,
বুকে ডামাডোল, মাদল বাজাই,
পাগোল হয়েছি পাগোল,
তাই ছলাত ছল বৃষ্টি ভেজাই।
আরে শুনছ সবাই।
কান পেতে ভাই
যৌবনের রং ধরেছে
চোর পুলিশের পীরিত জমেছে
ও দারোগা
চোর পুলিশের পীরিত জমেছে
বরযাত্রী ভাংরা নেচেছে
পুলিশ ভ্যানে জামাই এসেছে
সেপাইরা সব উলু দিয়েছে
চোর পুলিশের পীরিত জমেছে।
যাবি চল বৃন্দাবন
নাগরের নাগর দোলায়
দুলবি নাকি বল।
ওরে বাঁচাও আমায়।
সুন্দরী চোর মনের ফাঁদে ঢুকেছে
পুলিশ চোরের প্রেমে পড়েছে
ও দারোগা পুলিশ চোরের
প্রেমে পড়েছে।
ওরে মন কথা শোন,
যাবি চল বৃন্দাবন,
নাগরের নাগর দোলায়;
দুলবি নাকি বল।
বলি ও দারোগা।
পেয়েছি মুখ
তোমার পুলিশ ফেঁসেছে
পরাণ আমার ভালোবেসেছে
ও দারোগা
পরাণ আমার ভালোবেসেছে।
আগুন প্রেমেরি আগুন
দু'চোখে ফাগুন দিনে-রাতে
হাওয়ায় ভেসেছি হাওয়ায়
স্বপনের মায়ায় তোমার সাথে
হা হা আগুন প্রেমেরি আগুন
দু'চোখে ফাগুন দিনে-রাতে
হাওয়ায় ভেসেছি হাওয়ায়
স্বপনের মায়ায় তোমার সাথে।
বলি ও আমায় গড।
জিউ মা তোর চোর
পুলিশের পীরিতে
বসাও এবার বিয়ের পীরিতে
ও গুরুজী
বসাও এবার বিয়ের পীরিতে।
কাজল চোখেরই কাজল,
বুকে ডামাডোল, মাদল বাজাই,
পাগোল হয়েছি পাগোল,
তাই ছলাত ছল বৃষ্টি ভেজাই।
আরে শুনছ সবাই।
কান পেতে ভাই
যৌবনের রং ধরেছে
চোর পুলিশের পীরিত জমেছে
ও দারোগা
চোর পুলিশের পীরিত জমেছে
বরযাত্রী ভাংরা নেচেছে
পুলিশ ভ্যানে জামাই এসেছে
সেপাইরা সব উলু দিয়েছে
চোর পুলিশের পীরিত জমেছে।
0 Comments