যদি আমাকে রোগা বলো,
আমি বোলবো লক্ষী ট্যারা
।(2)
লক্ষী ট্যারা না যদি হও,
তবে প্রেমিকার
ভ্যারা।(2)
প্রেমিকাই না হয় যদি,(2)
সাস্থে লাভ কি হলো।
আমাকে রোগা বল না
আমাকে রোগা বল না।(3)
যদি আমাকে বেটে বল,
আমি বলবো অংকে কাঁচা।(2)
অংকে যদি 100 বাগাও
তবে লং জাম্প এ উঁচা।(2)
লং জাম্প না দাও যদি (2)
লম্বায় লাভ কি হলো।
আমাকে বেঁটে বল না
আমাকে বেঁটে বল না।(3)
যদি আমাকে ভাল বলো
আমি বলবো ঠিক বলেছ(2)
আমি ডুগডুগি বাজাই
তুমিও তার সঙ্গে নাচো।(2)
সেই তো বাদর হলে (২)
ভালো বলে লাভ কি হলো।
আমাকে ভালো বল না
আমাকে ভালো বল না।(3)
আমি বোলবো লক্ষী ট্যারা
।(2)
লক্ষী ট্যারা না যদি হও,
তবে প্রেমিকার
ভ্যারা।(2)
প্রেমিকাই না হয় যদি,(2)
সাস্থে লাভ কি হলো।
আমাকে রোগা বল না
আমাকে রোগা বল না।(3)
যদি আমাকে বেটে বল,
আমি বলবো অংকে কাঁচা।(2)
অংকে যদি 100 বাগাও
তবে লং জাম্প এ উঁচা।(2)
লং জাম্প না দাও যদি (2)
লম্বায় লাভ কি হলো।
আমাকে বেঁটে বল না
আমাকে বেঁটে বল না।(3)
যদি আমাকে ভাল বলো
আমি বলবো ঠিক বলেছ(2)
আমি ডুগডুগি বাজাই
তুমিও তার সঙ্গে নাচো।(2)
সেই তো বাদর হলে (২)
ভালো বলে লাভ কি হলো।
আমাকে ভালো বল না
আমাকে ভালো বল না।(3)
0 Comments