বিরোধ, বিরোধ, বিরোধ-
বিরোধের মুখে দাও নিরোধ।
গণতন্ত্র বাঁচে তাতেই,
ভুলে যাও যাও প্রতিরোধ।।
বাড়ছে ফি-বছর ডিজেলের দাম তাই,
দু’হাত তুলে চেনে সরকার নিমাই।
ভাবছে ক’জনার মানুষের কথা ভাই,
ঝাড়ছে সক্কলে সক্কলে সব্বাই।।
পোষে না আজ খোকা ভুলে যায় রাগ সে,
আইপিএল দেখে বোকাচোদা বাক্সে।
খুঁজছে আজ লোকে জোতিষীর আশ্রয়,
জাপানি তেল কিনে খুশি মনে বাড়ি যায়।।
অভিধানে মূল্যবোধ-
বিরোধ, বিরোধ, বিরোধ।
মানি ইজ ডার্লিং মানি ইজ মুনিয়া,
মুনিয়া হাতে পেলে পুটকিতে দুনিয়া।
শপিং মল গুলো সঠিক মলদ্বার,
ল্যুজ-মোশানে শেষ সবটুকু রোজগার।
আইটেম নাচ কম্পলসারি সিনেমায়,
আইন বানিয়ে কি ধর্ষন রোখা যায়?
সরকার ভাবে না আমাদের মানুষ আর,
আমরা সরকারী খাতাতে শুধু ভোটার।
ভোটে কি আর থাকে সেনসিটিভিটি?
পাঁচ বছর পর আমরা মাইনরিটি।
আমরা বাঙালীরা একদিন খাঁচায়,
কোলকাতা ছেড়ে থাকবো চিড়িয়াখানায়।
থাকবে কঠিন অবরোধ-
বিরোধ, বিরোধ, বিরোধ।।
0 Comments