আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও
আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও
পরের গাছের পানে কেন মিটমিটাইয়া চাও
বাবা রে
পরের গাছের পানে কেন মিটমিটাইয়া চাও ।
আরে মাইনষের ভিড়ে চাপাচাপি
দয়াল বাবায় করে কাঁপাকাঁপি
বাবা তোমার বাংলাদেশে কতো কলা চাও
কলাবাগান চাষ কইরা কষ্ট কইরা খাও ।
বাবা কলা চাই এত বড়ো
কে কোথায় আছে আমায় ধরো
কলা আনতে যাব কোথায় বাবায় বলে দাও
কিনে তোমার খাতি হয় না সবই খাদ্য ফাউ ।
আছেন যারা জ্যান্ত বাবা
আহা তারাই আসল দয়াল বাবা
এই জনগণে ধরলে ঠেসে করবা হাঁউমাঁউ
বলবে সবাই ঠেসে ধরে বাপের কলা খাঁউ
তোমার
বলবে সবাই ঠেসে ধরে বাপের কলা খাঁউ ।
নিজের কলা আগে আনো
কেন পরের কলা ধরে টানো
শেষে কলা এত খুললে কেন এবার বিদায় দাও
সব কলা খাওয়া শেষ হইলে নিজের কলা খাও ।