Header Ads Widget

Showing posts from May, 2019Show all
জীবন মানে বহতা নদী থেমে সেতো থাকে না ।  তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনও ভেবনা ।  তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা
চলে যাওয়া মানে চলে যাওয়া নয়  চেনা চেনা পথে স্মৃতি কথা কয়
বুক পকেটের একটা বোতাম    একটা সুতো ছিড়েই গেছে    সস্তা মোড়ের চায়ের দোকান    একটা চুমুক পড়েই আছে
তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল  জলরঙে আঁকা ছিল যে স্বপ্নে ভরা ভুবন
তুমি কী দেখেছ কভু  জীবনের পরাজয়?  দুঃখের দহনে, করুন রোদনে,  তিলে তিলে তার ক্ষয়
এখানে দুজনে নির্জনে  সাজাব প্রেমেরও পৃথিবী  পাখি শোনাবে যে গান  সুরে ভরে দেবে প্রাণ  ফুল দেবে ছড়িয়ে সুরভি
জীবন  মানে  যন্ত্রণা   নয়  ফুলের  বিছানা   সে  কথা  সহজে  কেউ  মানতে  চায় না
দু চোখে ঘুম আসেনা   তোমাকে দেখার পরে   তোমাকে দেখার পরে   কেন জানি মনে হয় ভালোবেসে এ হৃদয়   জোছনা ছড়ায় বুঝি আমার ঘরে
যখন নিঝুম রাতে  সব কিছু চুপ,  নিষ্প্রাণ নগরীতে  ঝিঝিরাও ঘুম
ভুলতে পার কি তুমি সেই বিকেলের কথা ?    ভুলাতো যায়না কোন কিছুতে   ভুলতে পার কি তুমি সেই বিকেলের কথা ?   ভুলাতো যায়না কোন কিছুতে   ভুলে তাকি কি করে আছ তুমি হৃদয় ঝুড়ে  কখনো কি ভুলা যায় ?
আমি বারো মাস তুমায় ভালবাসি  তুমি সুযোগ  পাইলে  বন্ধু ভাসিয়  আমি  বারো  মাস  তুমার  আশায়  আছি  তুমি  অবসর  মত  আসিও
সোনারও পালঙ্ক ঘরে  লিখে রেখেছিলেম দ্বারে  যাও পাখি বল তারে  সে যেন ভোলেনা মোরে
নিথুয়া পাথারে, নেমেছি বন্ধুরে  ধর বন্ধু আমার কেহ নাই  ধর বন্ধু আমার কেহ নাই  তোল বন্ধু আমার কেহ নাই
চাইনা মেয়ে তুমি অন্য কারও হও     পাবেনা কেউ তোমাকে তুমি কার নও     তুমি তো আমারই যাননা , এ হৃদয় তোমারই
কেন দূরে থাক, শুধু আড়াল রাখ   কে তুমি, কে তুমি আমায় ডাক
একদিন,পাখি উড়ে  একদিন,পাখি উড়ে যাবে যে আকাশে  ফিরবে না সে তো আর কারও আকাশে
রিটার্ন টিকেট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়   টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়
আমিতো প্রেমে পড়িনি   প্রেম আমার উপর পড়েছে   আমিতো প্রেমে পড়িনি   প্রেম আমার উপর পড়েছে   আমাকে ভেঙে ছুড়ে   ছুড়ে ফেলে   গুড়ো গুড়ো
তোমার বাড়ির রঙের মেলায়  দেখেছিলাম বায়োস্কোপ  বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না  বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না  ডাইনে তোমার চাচার বাড়ি বাঁয়ের দিকে পুকুরঘাট  সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
চুপ চুপ চুপ অনামিকা চুপ   কথা বলনা
বন্ধু , তুমি হয়ত ভুলে আছ আমায়    আমিতো এখনো পারিনি .   এলোমেলো এই মনটা তোমার অগোচরে জানি   আমারই খোজে তবুও কখনো বলনি .
অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল হাঁটা  কালো লম্বা এলোমেলো চুলে চোখ দুটো তার ঢাকা  হাতে তার অ্যাকস্টিক পকেটে হারমোনিকা  কষ্টে ভরা এ জীবনের বহু গান যে তার শোনা
আমাকে আমার মত থাকতে দাও   আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি   যেটা ছিলনা  ছিলনা  সেটা  না  পাওয়ায়  থাক   সব  পেলে  নষ্ট  জীবন
কখনো আকাশ বেয়ে চুপ করে   যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার শালে ভালবাসা  আমার আঙ্গুলে হাতে কান্ধে তুমি লেগে  আছ   আমার  আঙ্গুলে  হাতে কান্ধে  তুমি  লেগে  আছ
জীবন মানে বহতা নদী থেমে সেতো থাকে না ।  তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনও ভেবনা ।  তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া , আমি কেন পারবনা
কতটা মেঘ হলে বৃষ্টি ঝরে   কতটা রোদ হলে পৃথিবী হাসে
প্রেমের নাম বেদনা ,   সে কথা তো বুঝিনি আগে ।  দুটি প্রানের সাধনা ,   কেন যে বিদূর লাগে
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।  কিছু কিছু এসএমএস পরে আর হাসবে না এই মন
পৃথিবীর যত সুখ, যত ভালবাসা  সবই যে তোমায় দেব, একটাই আশা  তুমি ভুলে যেও না আমাকে  আমি ভালবাসি তোমাকে
শুধু গান গেয়ে পরিচয়।  চলার পথে ক্ষনিক দেখা  একি শুধু অভিনয়
কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া  অন্তরে থুসেরী আগুন জ্বলে রয়িয়া রইয়া  কারে দেখাবো মনের দুখ গ আমি বুক চিরিয়া  অন্তরে থুসেরী আগুন জ্বলে রয়িয়া রিয়া
আমার বুকের মধ্যেখানে    মন যেখানে হৃদয় সেখানে  সেইখানে তোমাকে আমি    রেখেছি কতনা যতনে  তোমার বুকের মধ্যেখানে
জীবনের গল্প , আছে বাকি অল্প   যা কিছু দেখার নাও দেখে নাও   যা কিছু বলার যাও বলে যাও   পাবে না সমে আর হয়ত   পাবে না  সমে  আর  হয়ত
দিন  গেল  তোমার  পথও  চাহিয়া   মন  পুরে  সখিগো  কার  লাগিয়া    সহে  না  যাতনা  তোমারও  আশায়  বসিয়া   মানে না  কিছুতেই  মন  আমার  যায়  যেই কাদিয়া
আমার  সারা  দেহ  খেওগো  মাটি   এই  চোখ  দুটি  মাটি  খেও  না   আমি  মরে  গেলেও  তার  দেখা  মাটি    মিটবে  নারে  মিটবে  না
তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময় ।  যদি তুমি দূরে কবু যাও চলে শুধু মরণ হবে আর কিছু নয়
মেয়ে ...... তুমি কি দুঃখ চেন চেন না   মেয়ে ...... তুমি কি আকাশ চেন চেন না   তবে চিনবে কেমন করে এই আমাকে
সেই তুমি কেন এত অচেনা হলে   সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম   কেমন করে এত অচেনা হলে তুমি   কিভাবে এত বদলে গেছি এই আমি
জীবন এত সুখের হল আমার পাশে তুমি আছ তাই ,  এক জীবনে এর চেয়ে বেশি   আমার যে আর চাওয়ার কিছু নাই
আমি জীবনকে বলছি গুডবায় , মরনকে বলছি হ্যালো   আমাকে মেরে ফেলও , আমাকে মেরে ফেলও
সবাই দেখে আকাশে ঐ ভাঙা চাঁদের জোছনা   সবাই দেখে আকাশে ঐ ভাঙা চাঁদের জোছনা ।   দেখেনা কেউ কাছে এসে ভাঙা মনের বেদনা
সোনা বৌ শুনছো নিগো  সোনা বৌ শুনছো নি  নিতে আইলে নাইয়র যাইবা নি ?   নিতে আইলে নাইয়র যাইবা নি ?     ও বৌ গো বৌ......
তোমার চোখে আকাশ আমার চাঁদ ওযার পূর্ণিমা  ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা  তোমার চোখে আকাশ আমার চাঁদ ওযার পূর্ণিমা  ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
আমার গায়ে যত দুঃখ সয়   বন্ধুওয়ারে কর তোমার মনে যাহা লয়
রেললাইনের ঐ বস্তিতে  জন্মেছিল একটি ছেলে  মা তাঁর কাঁদে  ছেলেটি মরে গেছে  রেললাইনের ঐ বস্তিতে  জন্মেছিল একটি ছেলে  মা তাঁর কাঁদে  ছেলেটি মরে গেছে  হায়রে হায় বাংলাদেশ
আকাশ এতো মেঘলা  যেও নাকো একলা  এখনি নামবে অন্ধকার  ঝড়ের জল-তরঙ্গে  নাচবে নটি রঙ্গে  ভয় আছে পথ হারাবার
সত্যি বলছি তোমাকে আর ভালবাসি না  তোমার জন্য মিছেমিছি রাতও জাগি না ।  সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না,  তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না ।
নীল আকাশ ছুঁতে পারি  যদি তুমি চাও   ওই মেঘ হতে পারি যদি তুমি চাও   সুধু কথা দাও ভুলে যাবে না   একটু দুক্ষ আমায় ছুবে না   এই পৃথিবীর  বিনিময়ে   আমায়  কখনও ছেড়ে  যাবে  না
মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবি  মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ  সেখানেই মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারি অভ্যেস
সে যে বসে আছে
জেল খানার চিঠি
এক পায়ে নূপুর আমার
সে কার সুখের মত
প্রত্যাবর্তন
কি করে ভাবলে তুমি
স্বাগতম পৃথিবী
ফিরিয়ে দাও
ফেরারী এই মনটা আমার
এই শুন
আশা ছিল মনে মনে
আগে যদি জানতাম রে বন্ধু
আকাশের মন ভাল নেই
ঘুম পাড়িয়ে দিও আমায়
চাঁদের দড়ি দিয়ে বেয়ে উঠি
কাল সারা রাত ছিল স্বপনেরও রাত
তুমি আমার ভাবনা নদী উথাল পাথাল ঢেউ
সে যে বসে আছে একাএকা রঙ্গীন স্বপ্ন তার বুনতে
এখন অনেক রাত
তারা ভরা রাতে
সূর্যমুখী প্রেম
রুপালি গিটার
কোন সুখের ছোয়া পেতে নয় নয় কোন নতুন জীবনের খোঁজে
এই কূলে আমি আর ওই কূলে তুমি
প্রেমের পথে যাব হারিয়ে
যদি হয় এ আমার দ্বিতীয় ভালবাসা - আরফিন রুমি  যদি হয় এ আমার দ্বিতীয় ভালবাসা
মন পাজরে সুধু তুমি আছ - কাজী শুভ মন পাজরে সুধু তুমি আছ কেউতো আর থাকে না
এই রাতে সব প্রেম হারিয়ে
বলনা কোথায় তুমি - আরফিন রুমি বলনা  কোথায়  তুমি  এ  বুকে  আছ  কোন  পাশে
তোমারই পরশ - আরফিন রুমি ও পরশী আমি  যত  বেশী  ভালবাসি  তোমায়  তার চেয়ে  বেশী  ভালবাসতে
খোলা রাখি দু  চোখ  যেন পরে না পলক  চাইনা তোমার মুখটা  যেন আড়াল হউক
Ooo, Milne Se Darta Hai Dil Iqraar Ho Na Jaaye Milne Se Darta Hai Dil Iqraar Ho Na Jaaye Na Milo Na Milo Na Milo Humse Zyada
Na na karte pyar hai main  Kar gayi, kar gayi, kar gayi  Na na karte pyar hai main  Kar gayi, kar gayi, kar gayi
কোনো কারণেই, কোনো কারণেই  ফেরানো গেলনা তাকে  ফেরানো গেলনা কিছুতেই  কোনো বাঁধনেই, কোনো বাঁধনেই  বাঁধাতো গেলনা তাকে
মন জানে তুই ছাড়া কি একা লাগে,  কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে। - [ ২ বার ]    তোরই ইশারায় , আজকাল মন হারায় ,   এমন তো হয়নি আগে।
মেঘ হয়ে কাঁদো বলে    আমি শ্রাবণে ভাসি    এরই নাম প্রেম প্রিয়    ভালবাসাবাসি
কোন কারনে কোন কারনেই  ফেরানো গেলোনা তাকে
কেউ প্রেম করে  কেউ প্রেমে পড়ে  আমার হয়েছে কোনটা  জানে না এই মনটা