রূপ দেখে বলবো কী
ভাষা খুজে পাই না
চাঁদ যদি ঘরে থাকে
আকাশের চাঁদ চাই না।।
আখি দুটি অঞ্জন অঞ্জন
মুখে মাখা চন্দন চন্দন
অঞ্জনে চন্দনে পাগল করেছে এই মন
এহে ও হো ও..ও..ও…
সোনার হাতে কাকন কাকন
পায়ের নূপুর গুঞ্জন গুঞ্জন
কাকনে গুঞ্জনে জাগে যেন একি শিহরণ।।
ঘুমটা খুলতে দ্বিদ্ধা কী
আমি ভেবে পাই নাই।
ঘরে যদি ফুল ফোঁটে।
বনের ফুল চাই না।।
রূপ তো নয় যেন আগুন
অঙ্গে ভরা ফাগুন
আগুনে ফাগুনে আমি তো জ্বলেছি দ্বিগুন
এহে ও হো ও..ও..ও…
রাত হল বাসর
তুমি আমি দোসর
বাসরে দোসরে মিলনে হব যে মুখর
কাছে আসতে লজ্জা কী
আমি ভেবে পাই না।
বধু যদি মধু দিল
মৌচাকের মধু চাই না।।