পান খাইয়া ঠোঁট লাল করিলাম
বন্ধু ভাগ্য হইলো না
কাজল দিয়া চোখ ভরিলাম
লক্ষ্মী কেউ কইলো না

অইচ্ছেরি তোর বিয়া বলে
ঘটক বাড়ি আইলো না
কপালের গাঙ্গ বাঁকা বলে
মাঝি তরী বাইলো না
দাদীর দিনের খাড়ু পরে
বইসা থাকি একলা ঘরে
বিড়ালের ওই কান্না শুনে
শিকল তো আর ছিড়লো না

জীন পরীদের আছর আছে
এমন কথা শুনি রোজ
তাবিজ কবজ কতই নিলাম
তবুও তো কেউ নেয় না খোঁজ
মরছি শুধু জ্বলে পুড়ে
পালিয়ে যেতে ইচ্ছে করে
ভাবে ঘুড়ি লাটাই ছিঁড়ে
আকাশে আর উড়লো না