টাংকি আমার ছেদা হইয়া গ্যাছে, পানি থাকে না
ওরে দিন-মিস্তীরি কোথায় গেলো
সীসা গরম কইরা ঢালিয়া দাও না।
টাংকিটারে করিয়া যতন
মনের মত বানাইছিলো আমার বন্ধুয়া সুজন
সুজন রাইতে দুই বার রঙ লাগাইতো
এখন একবারো ফিরা তাকায় না।
টাংকির পানি খাইতে বড় মজা
পানি খাইলে অশুখা মানুষ হইয়া যায় জ্যাতা
ওরে যুবক ছেলে খাইতে পারে
বুড়া লোকদের খাইতে মানা।
টাংকি লইয়া ঠেকছি বিষম দায়
ছোটো ছোটো পুলাপানে পানি খাইতে চায়
ওরে ওজু ছাড়া ধরলে টাংকি
চক্ষু দুইটা হইব রে কানা।
সুজন রাজা সেই পানির আশায়
ঘর ছারিয়া পইরা থাকে এখন বিয়াইনের বাসায়
ওরে আসল পানি চিনা খাইয়ো
নকল পানি খাইয়া মইরো না।