‘সবার উপরে’ কথাচিত্রের গান।।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : রবীন চট্টোপাধ্যায়।
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা
এই মাধবী রাত, আসেনি ত’ বুঝি আর,
জীবনে আমার।
এই চাঁদের তিথিরে বরণ করি,
এই মধুর তিথিরে স্মরণ করি।
ওগো মায়াভরা রাত–
(আর) ওগো মায়াবিনী চাঁদ।
বাতাসের সুরে শুনেছি বাঁশী তার,
ফুলে ফুলে ঐ ছড়ান যে হাসি তার।
সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়,
ফুল ঋতু আজ এল বুঝি মোর।
জীবনের ফুলছায়।
কোথায় সে কত দূরে জানিনা ভেসে যাই,
মনে মনে যেন স্বপ্নের দেশে যাই।