নির্বাক পরে আছি

বন্দিত্ব হয়ে শিকলে

অন্ধ চোখ আধার ছুয়ে

পরে আছি অনিশ্চয়তায়

অভিশাপে মৃত সবাই

নষ্টপোড়া ভবের চিন্ন

স্বাধীনতা আর পরাধীনতায়

দৃষ্টিতে কালো পতাকার ছায়া

এই আমার দেশ

স্বাধীনতা নির্মানে জন্মেছি

এই আমার দেশ

সবুজ স্বপ্ন ছড়াতে জন্মেছি (২)

শরীর জুরে আছে আমার

নোংরা মুল্যবোধের কীট

অভিশাপের রক্ত সংবিধান

রোদেলা সময়হীন

অভিশাপে মৃত সবাই

নষ্টপোড়া ভবের চিন্ন

স্বাধীনতা আর পরাধীনতায়

দৃষ্টিতে কালো পতাকার ছায়া

একদিন আসবে যেদিন থাকবে না আধার অপেক্ষা

একদিন আসবে যেদিন থাকবে না ছিন্ন পতাকা

একদিন আসবে যেদিন থাকবে না হুহু ঠিকানা

একদিন আসবে যেদিন থাকবে না ঘুড়ির অস্তিত্ব

অভিশাপে মৃত সবাই

নষ্টপোড়া ভবের চিন্ন

স্বাধীনতা আর পরাধীনতায়

দৃষ্টিতে কালো পতাকার ছায়া

অজানা মুক্ত স্বাধীন আকাশ

পাবেনা স্বচ্ছ বাতাস

সংবিধান সেই কালে কালে

ঘৃণ্য আজওওওও…………