লাল পাহাড়ের দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে
লাল পাহাড়ের দেশে যাবি
হাড়িয়া আর মাদল পাবি
লাল পাহাড়ের দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে
নদীর ধারে শিমুল গাছ
নদীর ধারে শিমুল গাছ
নানা পাখির বাসা রে
নানা পাখির বাসা
আরে নানা পাখির বাসা রে
নানা পাখির বাসা
কাল সকালে ফুটিবে ফুল
কাল সকালে ফুটিবে ফুল
মনে কতো আশা রে মনে কতো আশা
আরে মনে কতো আশা রে মনে কতো আশা
সেথা যাবি প্রাণ জুড়াবি
মাইয়া মরদের আদর পাবি
সেথা যাবি প্রাণ জুড়াবি
মাইয়া মরদের আদর পাবি
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে
ও লাল পাহাড়ের দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে
ভাদর আশ্বিন মাসে ভাদর আশ্বিন মাসে
ভাদু পুজার ঘটা রে
ভাদু পুজার ঘটা
আরে ভাদু পুজার ঘটা রে
ভাদু পুজার ঘটা
তু আমায় ভালবেসে পালিয়ে গেলি
তু আমায় ভালবেসে পালিয়ে গেলি
কেমন বাপের বেটা রে
কেমন বাপের বেটা
আরে কেমন বাপের বেটা রে
কেমন বাপের বেটা
মরবি তো মরে যা
একেবারে মরে যা
মরবি তো মরে যা
একেবারে মরে যা
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে
ও লাল পাহাড়ের দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে
লাল পাহাড়ের দেশে যাবি
হাড়িয়া আর মাদল পাবি
লাল পাহাড়ের দেশে যাবি
হাড়িয়া আর মাদল পাবি
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে
তু লাল পাহাড়ের দেশে যা
রাঙা মাটির দেশে যা
হিতাক তোকে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে
এক্কেবারে মানাইছেনাই রে