কোন সুখের ছোয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে

তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয় , না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালবাসি
তাই তুমার কাছে ছুটে আসি

বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলেই যখন থখন
অশ্রু ফোটা দাও তুমি
তুমি চাইলে আমি দেব
অথৈ সাগর পারি

যখন আমার কষ্ট গুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সব কত ফুল
চুপ চাপ ঝড়ে পরে
আমার আকাশ জুড়ে মেঘ
ভরে যাচ্ছে ভুলে