তুমি আমার ভাবনা নদী উথাল পাথাল ঢেউ - শাহিদ ও কেয়া
তুমি  আমার  ভাবনা  নদী  উথাল  পাথাল  ঢেউ
সেই  নদীতে  দেয়  নি সাতার  তুমি  ছাড়া  কেউ 
তুমি  আমার  ভাবনা  নদী  উথাল  পাথাল  ঢেউ
সেই  নদীতে  দেয়  নি  সাতার  তুমি  ছাড়া  কেউ 

ভাসিয়ে  নাও  না  দুরে  যতটা  তোমার  ইচ্ছা  করে
জলেরই  অতলে  চিনিয়ে  নিও  আমাকে

মনের  ভিতর  পাজর  ছুয়ে
সুধুই  তোমার  বসবাস
চোখের  ভিতর  জুড়ে  আছ
হয়ে  আমার  নীল্  আকাশ

আমি  ছাড়া  তোমার  মেঘ  ছুয়ে  দেখেনি  তো  কেউ
ভাসিয়ে  নাও  না  দুরে  যতটা  তোমার  ইচ্ছা  করে
জলেরই  অতলে  চিনিয়ে  নিও  আমাকে

বুকের  সবুজ  কাচ  ধরে
তোমার  চলাচল
আমার  বুকের  কাছে  তুমি
অনেক  সুখের  ঢল

আমি  ছাড়া  তোমার  চোখ  ছুয়ে  দেখেনি তো  কেউ
ভাসিয়ে  নাও  না  দুরে  যত  টা  তোমার  ইচ্ছা  করে
জলেরই  অতলে  চিনিয়ে  নিও  আমাকে