রোদের খেলা চলার কথা
জীবন ঢাকা মেঘের ছায়ায়,
একই সাথে চলার কথা
দুজন তবু দু’ঠিকানায়।

যা-ই আমি চাইনা কেন
কিছুই যেন পাবার নয়,
আমার সাথেই সবটা সময়
এমন যে কেন হয়!

এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।

স্বপ্নগুলো মরে যাওয়ায়,
জীবন কষ্টভুমি।
আমার মতো করেই জানি
যাচ্ছো পুড়ে তুমি।

এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।

রোদের খেলা চলার কথা
জীবন ঢাকা মেঘের ছায়ায়,
একই সাথে চলার কথা
দুজন তবু দু’ঠিকানায়।

যা-ই আমি চাইনা কেন
কিছুই যেন পাবার নয়,
আমার সাথেই সবটা সময়
এমন যে কেন হয়!

এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।

এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।