শহর থেকে দূরে বহু দূরে-

এই মন আমার হারিয়ে গেলো,

যেন রূপ কথারই দেশে।

শহর থেকে দূরে বহু দূরে-

এই মন আমার হারিয়ে গেলো,

যেন রূপ কথারই দেশে।

শহর থেকে দূরে বহু দূরে-

এখানে সুরের মেলা পাপীয়া দোয়েল এর গানে,

এখানে সুরের মেলা পাপীয়া দোয়েল এর গানে,

আলো আর ছায়ার লূকচুরী স্বপ্ন ছড়ায় প্রানে,

ঐ দূর বলাকার পাখায়, এই মন চলেছে ভেশে।

শহর থেকে দূরে বহু দূরে-

এই মন আমার হারিয়ে গেলো,

যেন রূপ কথারই দেশে।

শহর থেকে দূরে বহু দূরে-

এখানে দীঘির ও জলে হংস মিথুনের খেলা,

এখানে দীঘির ও জলে হংস মিথুনের খেলা,

বকুল এর গন্ধে মাতাল হাওয়া তুস্তূ সারা বেলা,

দূর আমলক্ষির ও বনে বাতাস ঘুমায় আভেশে।

শহর থেকে দূরে বহু দূরে-

এই মন আমার হারিয়ে গেলো,

যেন রূপ কথারই দেশে।

শহর থেকে দূরে বহু দূরে—