বিদায় দাও গো বন্দু তোমরা এবার দাও বিদায়,

বিদায় দাও গো বন্দু তোমরা এবার দাও বিদায়,

মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চায়।

মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চায়।

বিদায় দাও গো বন্দু তোমরা এবার দাও বিদায়,

স্রোতের শেওলা যামন ভাশে,

ভাসলাম আমি তেমন করে এই ভবের পরবাসে।

স্রোতের শেওলা যামন ভাশে,

ভাসলাম আমি তেমন করে এই ভবের পরবাসে।

কুলের দিশা তবু পেলাম নাতো কভু,

কুলের দিশা তবু পেলাম নাতো কভু,

সেথা ঘরে ঘরে গুরতেছি তবু,

পেলাম নাতো ঠাই,পেলাম নাতো ঠাই।

বিদায় দাও গো বন্দু তোমরা এবার দাও বিদায়,

মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চায়।

বিদায় দাও গো বন্দু তোমরা এবার দাও বিদায়,

স্নেহ মায়ার কাঙ্গাল হয়ে, দারে দারে ফিরলাম কত,

এই অবুজ মন্টারে লয়ে।

স্নেহ মায়ার কাঙ্গাল হয়ে, দারে দারে ফিরলাম কত,

এই অবুজ মন্টারে লয়ে।

এই বুজেছি শ্বার মিছে এ সংসার,

এই বুজেছি শ্বার মিছে এ সংসার,

হেথায় আপন বলে মানতে পারি,

এমন কেহ নাইরে, এমন কেহ নাই,

এমন কেহ নাই—-