সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,

ভালো লাগে জীবনের এই গান গাওয়া।

সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,

একটি দুটি তারা জ্বলে আকাশের ও কোলে,

ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে।

একটি দুটি তারা জ্বলে আকাশের ও কোলে,

ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে।

সাত রঙ্গা সেই রঙে মন হলে চাওয়া,

এই মন কখন ও কি যায় ফিরে পাওয়া।

সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,

ভালো লাগে জীবনের এই গান গাওয়া।

সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,

আধারের ও শেষে যানি আছে শুধু আলো,

অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো।

আধারের ও শেষে যানি আছে শুধু আলো,

অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো।

সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া,

এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া।

সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,

ভালো লাগে জীবনের এই গান গাওয়া।

সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,