মনটা ছিলো পথে পড়ে, বুকে ছিলো ব্যাথার ঢল,
সঙ্গে ছিলো তোমার চিঠি, বন্দু ছিলো আঁখিজল।
মনটা ছিলো পথে পড়ে, বুকে ছিলো ব্যাথার ঢল,
সঙ্গে ছিলো তোমার চিঠি, বন্দু ছিলো আঁখিজল।
তুমি আছো আর কিছু চাই না না গো,
তুমি আছ আর কিছু চাই না।
যে চোখে শ্রাবণ ছিলো, সে চোখে স্বপন আজ,
যে বুকে আগুন ছিলো, সে বুকে ফাগুন আজ।
যে চোখে শ্রাবণ ছিলো, সে চোখে স্বপন আজ,
যে বুকে আগুন ছিলো, সে বুকে ফাগুন আজ।
তোমাকে হারিয়েছি, তাইতো হারাই না,
তুমি আছো আর কিছু চাই না না গো,
তুমি আছো আর কিছু চাই না।
যে আশা ভিদুর ছিলো, সে আশা মধুর আজ,
যে মুখে বাদল ছিলো, সে মুখে বধুর লাজ।
যে আশা ভিদুর ছিলো, সে আশা মধুর আজ,
যে মুখে বাদল ছিলো, সে মুখে বধুর লাজ।
তোমাকে ফুরিয়ে গেছি, তাইতো ফুরাই না।
তুমি আছো আর কিছু চাই না, না গো
তুমি আছো আর কিছু চাই না।
মনটা ছিলো পথে পড়ে, বুকে ছিলো ব্যাথার ঢল,
সঙ্গে ছিলো তোমার চিঠি, বন্দু ছিলো আঁখিজল।
তুমি আছো আর কিছু চাই না না গো,
তুমি আছ আর কিছু চাই না।