টাকা ধার
কথা ও সুরঃ সচঁল পাগল সুজন

টাকা ধার নিলে কেউ আর চিনে না আর চিনেনা
একবার নিলে দেওয়ার ঠিক থাকেনা
ফোন দিলে কল ধরেনা
মেসেজ দিলে সীন করেনা
খুঁজিয়া পাওয়া যায়না
আজব নমুনা
এবার টাকা চাইতে আইলে ধার দিমুনা।।

ঢাকায় টাকা উড়ে তবু পকেট থাকে ফাকা
বাকি জীবন ফাকির টানে চলে আঁকাবাঁকা
আবুর টুকরি বাবুর মাথায়
চালান সব গেলো কোথায়
কে কেনো কারে ঠকায়
সত্য অজানা
এবার টাকা চাইতে আইলে ধার দিমুনা।।

মিষ্টি মধুর সু সম্পর্ক বন্ধু প্রিয়জন
ধার দেনাতে পর হয়ে যায় সুপ্রিয়ভাজন
মনে চাইলে দিয়া দিও
ফিরিয়ে না নিও
প্রিয়জন থাকুক প্রিয়
মনে ঠিকানা
এবার টাকা চাইতে আইলে ধার দিমুনা৷।

পাগল সুজন ধার করিনা হাত পাতিয়া খাই
যে যখন যেভাবে দেয় না দিলে আর নাই
এই বেশ ভালো আছি
কাঁদিয়া হাসিয়া বাঁচি
জিহবায় নাই রুচি
দেনা রাখিনা
এবার টাকা চাইতে আইলে ধার দিমুনা। ।