গুলিস্তানের মোড়ে বইসা বন্ধু বেচে পান
ক্যাসেট বাজাই*য়া শুনে মমতাজের ই গান
তার সাথে বিয়ের কথা হইছে ফাইনাল
সবাই তারে আদর কইরা দাকে জইনাল
দেখতে বন্ধু দারাউন সুন্দর আসমানেরই চান
একটি মেয়ের মিস্তি হাসি কাইরা নিছে প্রাণ
তারে আমি ভালবাসি সে যে আমার জান
তার বাবার কাছে গত পরশু ঘটক পাথাইছি
এই ফাগুনেই হইব বিয়া রাজি করাইছি
এই অন্তরে তার লাগিয়া আমার বড়ো টান
0 Comments