হাতে ধরি পায়ে পরি
যাইয়ো না গো ময়নার বাপ
আমারে তালাক দিয়া যাইয়ো না
ছোড ছোড পোলা মাইয়া লইয়া আমি কই যামু
আমারে ফালাইয়া তুমি যাইয়ো না
এক তালাক দু্ই তালাক দিলাম
বাইন তালাক দিলাম তোরে
তোরে নিয়া সংসার আমি করবো না..
যত তুমি বিনয় কর আর যতই আমার পায়ে পর
হাতে ধরি পায়ে পরি
যাইয়ো না গো ময়নার বাপ
আমারে তালাক দিয়া যাইয়ো না
ঐ মেম্বারের মাইয়া..আমার কাছে আইয়া
বলে করবে যে বিয়া.. জমি দিবে লিখিয়া
তুই কয়লারি মত কালো
তোরে লাগে না যে ভালো
বারাইস না এ বুকেতে জ্বালা....আআআআআ.....
হায় আল্লাহ আমি কোথায় যামু
এই পোলাপানরে কি খাওয়ামু
হাতে ধরি পায়ে পরি
যাইয়ো না গো ময়নার বাপ
আমারে তালাক দিয়া যাইয়ো না
এক তালাক দু্ই তালাক দিলাম
বাইন তালাক দিলাম তোরে
তোরে নিয়া সংসার আমি করবো না..
এক তালাক দু্ই তালাক দিলাম
বাইন তালাক দিলাম তোরে
তোরে নিয়া সংসার আমি করবো না..
যদি করগো বিয়া অনুমতি না নিয়া
থানা পুলিশ তোমারে নিয়া যাবে ধরিয়া
হায় হায় একি কয় এ মনেতে লাগে ভয়
আমি করবো না করবো না বিয়া...আআআআ.....
যা হবার তা হয়ে গেছে
চলো এবার আমার ঘড়ে চলো
তুই যে আমার পূর্ণিমার চাঁদ
আন্দার রাইতের জোচনা ....
বিয়ার কথা আর মুখে আনবো না...
তুই যে আমার পূর্ণিমার চাঁদ
আন্দার রাইতের জোচনা ....
তোরে ছাড়া আর কোথাও যাবো না..
0 Comments