এবার না আসিলে বাড়িতে

আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে
এবার না আসিলে বাড়িতে
আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে
আমি তোমার নামে নালিস করছি


তোমার নামে নালিস করছি
যাইয়া পুলিশ ফাঁড়িতে
আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে

এবার না আসিলে বাড়িতে
আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে
আমি তোমার নামে নালিস করছি
তোমার নামে নালিস করছি
যাইয়া পুলিশ ফাঁড়িতে
আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে

এবার না আসিলে বাড়িতে
আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে




তোমার আসার আশায়
বছর গেলো ছয়...
পাড়া পড়শি আমায় দেখে
কতই কথা কয়


তোমার আসার আশায়
বছর গেলো ছয়...
পাড়া পড়শি আমায় দেখে
কতই কথা কয়
আমার পেটের ক্ষুধা পেটেই থাকে



পেটের ক্ষুধা পেটেই থাকে
ভাত নষ্ট হয় হাঁড়িতে

আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে

এবার না আসিলে বাড়িতে
আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে



তোমার চাচাতো ভাই
জয়নাল আবেদিন.....
বাজার থেকে আইনা দিছে সাদা কেরোসিন


তোমার চাচাতো ভাই
জয়নাল আবেদিন.....
বাজার থেকে আইনা দিছে সাদা কেরোসিন
আমি ম্যাচ কাঠিটা সাথেই রাখি



ম্যাচ কাঠিটা সাথেই রাখি
দেই না কাওরে নাড়িতে

আগুন লাইগাইয়া দিমু আমার শাড়িতে
এবার না আসিলে বাড়িতে
আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে
আমি তোমার নামে নালিস করছি



তোমার নামে নালিস করছি
যাইয়া পুলিশ ফাঁড়িতে
আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে

এবার না আসিলে বাড়িতে
আগুন লাগাইয়া দিমু আমার শাড়িতে