এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে

এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

পুরো জোছনা তুই একা পোহাসনে

সঙ্গে নিসরে তুই মোরে

পুরো জোছনা তুই একা পোহাসনে

সঙ্গে নিসরে তুই মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

হৃদয় নায়ে চড়বি যখন

বৈঠা নিস রে তুই মোরে

ভাসবো না হয় দু'জন মিলে

স্বপ্নলোক চল সুখের ঘোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

দুঃখের বোঝা বইবি যখন

স্মরণ করিস রে তুই মোরে

আসবো ছুটে তোর কাছে

যেখানে থাকি আমি যতদূরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে

এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভাল তুই একা বাসিস নে

একটু ভালবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে