তুই তো মজার মানুষ, হালকা জলের ফানুস
আকােশ ভাসিস হেসে কি দারুণ মেঘের বেশে।
লীলা করে হাওয়ার সাথে, যেন ভেলাবার দেখাস
এমনই রং বাজি তোর যেন সে তোরই আকাশ।
লীলা তুই অহংকারে জলধের জলান্তরে,
তোকে তুই হারিয়ে পাস আমাকে রূপান্তরে।
হারেতে আমার জনম, বরষনে পাই যে মোরে।
ঝরে যে ধরার পরে খুঁজি সেই আবার তোরে।
কেমনে হালকা হব হৃত আমার আকার,
আমাকে টানছে মাটি, জল ছাড়া তার হাহাকার।
মিষ্টি বৃষ্টি বেশে তোকে দেই থাকতে হেসে,
তুই তোর রঙ দিস মোরে কাঁদতে শেষে।
তুই আমি একই তবু দুই রূপে বিরাজ করি,
কিছুতেই মন মানেনা তোকে আমি কেমনে ধরি।
আকােশ ভাসিস হেসে কি দারুণ মেঘের বেশে।
লীলা করে হাওয়ার সাথে, যেন ভেলাবার দেখাস
এমনই রং বাজি তোর যেন সে তোরই আকাশ।
লীলা তুই অহংকারে জলধের জলান্তরে,
তোকে তুই হারিয়ে পাস আমাকে রূপান্তরে।
হারেতে আমার জনম, বরষনে পাই যে মোরে।
ঝরে যে ধরার পরে খুঁজি সেই আবার তোরে।
কেমনে হালকা হব হৃত আমার আকার,
আমাকে টানছে মাটি, জল ছাড়া তার হাহাকার।
মিষ্টি বৃষ্টি বেশে তোকে দেই থাকতে হেসে,
তুই তোর রঙ দিস মোরে কাঁদতে শেষে।
তুই আমি একই তবু দুই রূপে বিরাজ করি,
কিছুতেই মন মানেনা তোকে আমি কেমনে ধরি।
2 Comments
Onek onek bhul ache
ReplyDeleteThik ache go ekdom
ReplyDelete