আতর গোলাপ শুয়া চন্দন
আতর গোলাপ শুয়া চন্দন
সাজাইলাম ফুল বিসানা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
আতর গোলাপ শুয়া চন্দন
আতর গোলাপ শুয়া চন্দন
সাজাইলাম ফুল বিসানা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
এ আমার মনো প্রাণ যৌবন
তোমায় করিলাম অর্পণ
কোলে তে বসাইয়া রাখতাম করিয়া যতন
কোলে তে বসাইয়া রাখতাম করিয়া যতন
সপে দিব জীবন যৌবন
সপে দিব জীবন যৌবন
ওরে মোর কানচা সোনা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
তুমি আইছ নিশি রাত
আমার বুকে রাখ হাত
বুকের সাথে বুক মিলাইয়া করব মোলাকাত
তুমি আইছ নিশি রাত
আমার বুকে রাখ হাত
বুকের সাথে বুক মিলাইয়া করব মোলাকাত
প্রাণে আর দিও না আঘাত
প্রাণে আর দিও না আঘাত
ওরে মোর কেলের সোনা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
আতর গোলাপ শুয়া চন্দন
সাজাইলাম ফুল বিসানা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
আতর গোলাপ শুয়া চন্দন
আতর গোলাপ শুয়া চন্দন
সাজাইলাম ফুল বিসানা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
এ আমার মনো প্রাণ যৌবন
তোমায় করিলাম অর্পণ
কোলে তে বসাইয়া রাখতাম করিয়া যতন
কোলে তে বসাইয়া রাখতাম করিয়া যতন
সপে দিব জীবন যৌবন
সপে দিব জীবন যৌবন
ওরে মোর কানচা সোনা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
তুমি আইছ নিশি রাত
আমার বুকে রাখ হাত
বুকের সাথে বুক মিলাইয়া করব মোলাকাত
তুমি আইছ নিশি রাত
আমার বুকে রাখ হাত
বুকের সাথে বুক মিলাইয়া করব মোলাকাত
প্রাণে আর দিও না আঘাত
প্রাণে আর দিও না আঘাত
ওরে মোর কেলের সোনা
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
অভাগার বাসরে বন্ধু কেন আইলা না
4 Comments
ভাল লাগলো 🥰
ReplyDelete🥰🥰🤍🖤 good
ReplyDeletevery nice
ReplyDeleteখুবই পছন্দের একটা গান
ReplyDelete